Site icon Doinik Bangla News

অভিযুক্ত গ্রেফতার;ঘটনার স্বীকার

স্টাফ রিপোর্টঃ কপালে টিপ পরা নিয়ে এক কলেজ শিক্ষককে হয়রানির ঘটনায় চিহ্নিত পুলিশ সদস্য নাজমুল তারেক এক নারীর সঙ্গে ‘একটি ঘটনা’ ঘটেছে বলে স্বীকার করেছেন।

এ বিষয়ে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তদন্ত ও ঘটনার সত্যতা তুলে আনা হবে বলে জানিয়েছেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার।

ডিসি বিপ্লব বলেন, ”আমরা ওই পুলিশ সদস্যকে শনাক্ত করেছি। তার সঙ্গে কথা বলেছি। একজন নারীর সঙ্গে একটি ঘটনা ঘটেছে বলে তিনি স্বীকার করেছেন।’

‘ওই কনস্টেবলের নাম নাজমুল তারেক। তিনি একজন পুলিশ কনস্টেবল, ঢাকা মেট্রোপলিটনের প্রোটেকশন ডিভিশনে তিনি কর্মরত। তার বাড়ি যশোরে।

ডিসি বলেন, ‘অভিযোগ পাওয়ার পর আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত শুরু করি। ডিএমপি কমিশনার, আইজিপি ও স্বরাষ্ট্রমন্ত্রীও ঘটনার তদন্তের নির্দেশ দেন। পুরো তেজগাঁওয়ে কর্মরত পুলিশের সব সদস্য নিয়ে আমরা একযোগে তদন্তে নামি। সবার নিরলস প্রচেষ্টায় অভিযুক্ত পুলিশ সদস্যকে শনাক্ত করতে পেরেছি।’

পরবর্তী আইনানুগ পদক্ষেপ কী? সাংবাদিকরা জানতে চাইলে বিপ্লব কুমার সরকার বলেন, ‘সব জায়গায় ঘটনাটি নিয়ে আলোচনা হচ্ছে। সংসদেও এ নিয়ে আলোচনা হয়েছে। তবে আলোচনা হোক বা না হোক; আমরা প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করি। এক্ষেত্রেও এর ব্যত্যয় ঘটেনি।’

তিনি বলেন, ‘অভিযোগকারী শিক্ষক ঘটনার বিবরণ উল্লেখ করে শেরেবাংলা নগর থানায় অভিযোগ দিয়েছেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হচ্ছে।’

ডিসি বিপ্লব আরও বলেন, ‘যা ঘটেছে তার সতত্য আমরা পেয়েছি। আগে অভিযুক্ত পুলিশ সদস্যের পরিচয় নিশ্চিত হওয়া জরুরি ছিল, সেটি করতে পেরেছি। এখন আমরা পরবর্তী প্রক্রিয়ায় যাব।’

Exit mobile version