Site icon Doinik Bangla News

অ্যাম্বুলেন্সে করে গাঁজা পাচার কালে ২ জনকে আটক করেছে র‍্যাব

বাংলা নিউজ ডেস্কঃ অ্যাম্বুলেন্সে গাঁজা পাচারের অভিযোগে চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার বারৈয়ারহাট এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। ওই অ্যাম্বুলেন্স থেকে ৭৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে র‍্যাব বলেছে।

গতকাল বৃহস্পতিবার রাতে র‍্যাব তাঁদের গ্রেপ্তার করে। তাঁরা হলেন মোহাম্মদ নাঈম ও হোসেন আলী।

র‍্যাব–৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবসার প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে তাঁরা বিশেষ কৌশলে গাঁজা আনার কথা জানতে পারেন। এরই ধারাবাহিকতায় বারৈয়ারহাটের পাকা রাস্তার মাথা এলাকায় একটি অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে ৭৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

র‍্যাব আরও বলেছে, আসামিরা স্বীকার করেছেন তাঁরা দীর্ঘদিন ধরে ফেনী সীমান্ত এলাকা থেকে কম দামে গাঁজা কিনে চট্টগ্রামসহ সারা দেশে বেশি দামে বিক্রি করে আসছেন। গ্রেপ্তার এড়াতে তাঁরা মাদক পাচারে অ্যাম্বুলেন্সকে ব্যবহার করে।

Exit mobile version