Site icon Doinik Bangla News

আপনারা গুজবে কান দেবেন না, দূর্গাপূজা ঘিরে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থাঃ স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আপনারা কোনো গুজবে কান দেবেন না। গুজবের পেছনের কারণ খুঁজে বের করবেন। যারা দুর্গাপূজা ঘিরে গুজব ছড়াবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শনিবার (১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে শুভেচ্ছা বিনিময়ের সময় এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জামান খান কামাল বলেন, সারাদেশে সব মন্দিরে পুলিশ ও আনসার সদস্যরা রয়েছেন। এছাড়া আমরা পূজা উদযাপন কমিটির সবাইকে বলেছি তাদের নিজস্ব স্বেচ্ছাসেবক রাখার জন্য— যেন তারা পরিস্থিতি দ্রুতই জানাতে পারে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জিএল ভৌমিক বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য এ পূজা উদযাপন চলছে। ছোটকালে আমরা দেখেছি তেমন কোনো নিরাপত্তার প্রয়োজন ছিল না। দেশের সংখ্যাগরিষ্ঠরাই নিরাপত্তা দিতো। এখন সেই পরিস্থিতি নেই। বঙ্গবন্ধু হত্যার পর এ দেশে সাম্প্রদায়িক সহিংসতা শুরু হয়েছে। আমরা দেখেছি রমনা বটমূলে হামলা। এখন কঠোর নিরাপত্তার মাধ্যমে পূজা উদযাপন করতে হয়। আমরা এমন পরিস্থিতি চাই না। আমরা সবাই মিলে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চাই।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এ কে এম হাফিজ আক্তার বলেন, আমরা আগের চেয়ে আরও বেশি নিরাপত্তা বলার চেষ্টা করছি। সবাই মিলে চেষ্টা করছি পূজা যেন ভালোভাবে সম্পন্ন হয়। যেকোনো সমস্যা আপনারা পুলিশকে জানাবেন। আপনাদের পাশে পুলিশ আছে।

এসময় মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি মনীন্দ্র কুমার নাথ, সহ-সভাপতি নির্মল চ্যাটার্জী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন।

Exit mobile version