Site icon Doinik Bangla News

আমেরিকার উপর ইউরোপের নির্ভরতা কমানোর পরামর্শ দিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট

বাংলা নিউজ ডেস্কঃ তাইওয়ান প্রশ্নে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্র যে যুদ্ধংদেহী নীতি গ্রহণ করেছে তার থেকে নিজেকে দূরে রাখছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি রোববার মার্কিন গণমাধ্যম পলিটিকোকে বলেছেন, পশ্চিম ইউরোপের অবশ্যই কৌশলগত স্বাধীন নীতি অনুসরণ করা উচিত এবং যুক্তরাষ্ট্রের পক্ষে সংঘাতে জড়িয়ে পড়া থেকে বিরত থাকা উচিত। খবর রয়টার্সের।

সম্প্রতি চীনে তিনদিনের সফর করে দেশে ফিরেছেন ম্যাক্রোঁ। এরপরই এমন মন্তব্য করলেন তিনি।

ফরাসি এই প্রেসিডেন্ট পলিটিকোকে আরও বলেন, যে সংকট আমাদের নয়, তাতে জড়িয়ে পড়লে ইউরোপের সামনে বিরাট বড় ঝুঁকি চলে আসতে পারে।

সাক্ষাৎকারে তিনি ইউরোপকে অবশ্যই আমেরিকার ওপর নির্ভরতা কমানোর পরামর্শ দিয়ে চীন ও আমেরিকার মধ্যকার দ্বন্দ্বে জড়ানোর বিষয়টি এড়িয়ে যেতে বলেন।

ম্যাক্রোঁ বলেন, আমরা নিতান্তই আমেরিকার অনুসারী কিন্তু তাইওয়ান সংকটে জড়িয়ে পড়ার বিষয়টি কি আমাদের স্বার্থে?

তিনি নিজেই এ প্রশ্নের ‘না’ বোধক উত্তর দিয়ে বলেন, আমাদের জন্য সবচেয়ে খারাপ হবে যদি আমরা এই সংঘাতে আমেরিকাকে অনুসরণ করি।

একইভাবে তিনি মার্কিন ডলারের ওপর ইউরোপীয়দের নির্ভরতা কমানোর পরামর্শ দেন। ইউক্রেন সংঘাত শুরুর পর রাশিয়া এবং চীন এই লক্ষ্য অর্জনের নীতিই অনুসরণ করে চলেছে।

 

Exit mobile version