Site icon Doinik Bangla News

এম পি বাহারকে নিজ নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ।

স্টাফ রিপোর্টঃ কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারকে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনী এলাকা ছাড়তে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। দৈনিক প্রথম আলো, দৈনিক যুগান্তর, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে অভিযোগের সত্যতা পাওয়ায় নির্বাচনি এলাকা ত্যাগ করে আচরণ বিধি প্রতিপালন বিষয়ে নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে বলা হয়। নির্বাচন কমিশনের উপ সচিব (নির্বাচন পরিচালনা-২) মো: আতিয়ার রহমান স্বাক্ষরিত এ নির্দেশ সম্বলিত চিঠি এমপি বাহারকে দেওয়া হয়।
এ দিকে নির্বাচন কমিশনের দেওয়া পূর্বের চিঠির (১৬ মে) প্রেক্ষিতে করা এক রীট আবেদনের শুনানী শেষে হাইকোর্ট কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন নিয়ে সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিনের প্রচারণা না চালানোর নির্দেশনা কেন অবৈধ ও বে-আইনি এবং অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এ সংক্রান্ত আবেদনের বিষয়ে প্রাথমিক শুনানি নিয়ে বুধবার (৮ জুন) হাইকোর্টের বিচারপতি জাফর আহমেদ ও কাজি জিনাত হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। ১৬ মের চিঠির প্রেক্ষিতে এমপি বাহারের পক্ষে আদালতে রীট আবেদন করেন সিনিয়র আইনজীবী সাঈদ আহমেদ রাজা।

Exit mobile version