Site icon Doinik Bangla News

কুমিল্লার সদরে বিদেশী পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী রাজু আহম্মেদ ওরফে পিস্তল রাজু গ্রেফতার

ক্রাইম রিপোর্টারঃ গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ সাহেবের নেতৃত্বে ৩০/০৫/২০২২ খ্রিঃ তারিখ রাত্র প্রায় ১১.৩০ ঘটিকার সময় কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন ০১নং কালির বাজার ইউপিস্থ সৈয়দপুর বাজারের খালেক ষ্টোর নামীয় চা দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে কালির বাজার ও ময়নামতি এলাকার অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী রাজু আহম্মেদ ওরফে পিস্তল রাজু(৩০), পিতা- সফি উল্লাহ, মাতা- শিরিনা বেগম, গ্রামঃ করিমাবাদ, থানাঃ বুড়িচং, জিলা- কুমিল্লাকে একটি বিদেশী পিস্তলসহ আটক করা হয়। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, রাজু আহম্মেদ দীর্ঘদিন যাবত আইনের লোককে ফাঁকী দিয়া মাদক ব্যবসা থেকে শুরু করে মানুষের জমি দখলসহ বিভিন্ন সন্ত্রাসী অপরাধের সাথে জড়িত ছিল বলিয়া জানা যায়। কালির বাজার ইউনিয়নের সৈয়দপুরের পারভেজ হত্যার গ্রেফতারকৃত প্রধান আসামী ধনুয়াখলার বদনা শাহীনের মেয়ের জামাই হলো এই পিস্তল রাজু। ইহা ছাড়াও রাজু আহম্মেদ রাজু কোতয়ালী মডেল থানাসহ অন্যান্য থানার একাধিক মামলার এজাহার ভুক্ত আসামী বলিয়া জানা য়ায়। জামাই শ্বশুরের দীর্ঘদিনের নির্যাতনে অতিষ্ট ও অস্থির থাকার কারনে পিস্তল রাজুর গ্রেফতারে স্বস্তির নিশ্বাস ফেলে এলাকার জনগন।এবিষয়ে অস্ত্র আইনে রাজু’র বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।

Exit mobile version