কুমিল্লায় সিটি কাউন্সিলরসহ বিএনপির ১৫ নেতাকর্মী কারাগারে

কুমিল্লা প্রতিনিধিঃকুমিল্লায় বিএনপি দলীয় দুই কাউন্সিলরসহ দল ও অঙ্গসংগঠনের ১৫ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করা হয়েছে। ২০১৮ সালে পুলিশের দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় মঙ্গলবার (১২ এপ্রিল) আদালতে আত্মসমর্পন করলে কুমিল্লা জেলা ও দায়রা জজ আতাব উল্লাহ তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আ হ ম তাইফুর আলম।

আদালত ও মামলার অভিযোগ সূত্রে জানা যায়, কুমিল্লা নগরীর রানীর দীঘির পাড় এলাকায় নাশকতার পরিকল্পনার অভিযোগে ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর ২৯ জনের নাম উল্লেখ করে ২০০ থেকে ২২০ জনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন থানার এসআই ইকবাল হোসেন। পরে পুলিশ মামলাটির তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করে। নিম্ন আদালত মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে মামলাটি জেলা ও দায়রা জজ আদালতে প্রেরণ করেন। মঙ্গলবার মামলার ১৬ জন আসামি আদালতে আত্মসমর্পন করে জামিন চাইলে আদালত ১৫ জনকে কারাগারে প্রেরণের আদেশ দেন। তারা হচ্ছেন- আদর্শ সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক রেজাউল কাইয়ুম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, ভিপি জসিম উদ্দিন, সিটি কাউন্সিলর সাখাওয়াতুল্লাহ শিপন, সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেন, মহানগর যুবদলের সভাপতি উদবাতুল বারী আবু, যুগ্ম সম্পাদক তারেকুল ইসলাম তারেক, ফয়সালুর রহমান পাভেল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মনির হোসেন পারভেজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ, যুবদল নেতা টিটু নাহা, আশফাক জুয়েল, জুম্মন হোসেন সুমন, বশির আহমেদ, আবুল হাসনাত হীরা। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আ হ ম তাইফুর আলম বলেন, মামলার এজাহারনামীয় আসামিদের মধ্যে ১৬ জন আদালতে আত্মসমর্পন করেছেন। আদালত একজনের জামিন মঞ্জুর করেছেন, অপর ১৫ জনকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply