
মোঃ কাশেদুল হক কাজলঃ কুমিল্লা নগরীর কান্দিরপাড়ের জিলা স্কুল রোড এলাকা হতে ৩ জন মাদক কারবারিকে ১০ কেজি গাঁজাসহ আটক করেছে র্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি টিম অদ্য ৩০ আগস্ট রাতে কান্দিরপাড় জিলা স্কুল রোড এলাকা বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ আটক করেন।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন কুমিল্লা সদরের দমতখলা (দিঘীর পাড়) গ্রামের মৃত রেনু মিয়া’র ছেলে মোঃ মোস্তফা (২৭), একই গ্রামের আব্দুল করিমের ছেলে মোঃ মোসলেম মিয়া (৪০) এবং কুমিল্লার মুরাদনগর থানার চাঁনপুর (বৌ বাজার) গ্রামের মৃত ওরন মিয়ার ছেলে জামাল মিয়া (৫৫)।
এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।