Site icon Doinik Bangla News

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) কর্তৃক সর্বমোট ৩৪,৭৬,০০০/- (চৌত্রিশ লক্ষ ছিয়াত্তর হাজার) টাকা মূল্যের অবৈধ ভারতীয় কিং কোবরা বাজি আটক

প্রেস বিজ্ঞপ্তি।।  হতে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) কর্তৃক সর্বমোট ৩৪,৭৬,০০০/- (চৌত্রিশ লক্ষ ছিয়াত্তর হাজার) টাকা মূল্যের অবৈধ ভারতীয় কিং কোবরা বাজি আটক করা প্রসংগে।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় অদ্য ১৩ মার্চ ২০২৫ তারিখ আনুমানিক ০৭০০ ঘটিকায় কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ বিবির বাজার বিওপির আওতাধীন কটকবাজার পোষ্টের বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি টহলদল কর্তৃক সীমান্ত শূন্য লাইন হতে আনুমানিক ০৭ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে পালপাড়া নামক স্থান হতে মালিক বিহীন অবস্থায় অবৈধ ভারতীয় ১,৪৪,৯৪০ পিস কিং কোবরা বাজি আটক করা হয়। যার সর্বমোট মূল্য-৩৪,৭৬,০০০/- (চৌত্রিশ লক্ষ ছিয়াত্তর হাজার) টাকা। উল্লেখ্য, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস এ জমা করা হবে।

লেঃ কর্নেল এ এম জাহিদ পারভেজ, বিজিবিএমএস, পিবিজিএমএস, পিএসসি
অধিনায়ক
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)

Exit mobile version