
ক্রাইম রিপোর্টঃ কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন টিক্কারচর ব্রীজ এলাকা হতে একজন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২ সদস্যরা। মাদক কারবারীর হেফাজত হইতে ১৫ বোতল ফেন্সিডিল ও ১৯ বোতল ইস্কাপ উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ৫ সেপ্টেম্বর রাতে সদরের টিক্কারচর ব্রীজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
আটককৃত মাদক কারবারি হলেন কুমিল্লা সদর কোতয়ালী মডেল থানাধীন দক্ষিণ চর্থা (সৈয়দ বাড়ী) গ্রামের মৃত শফিক মিয়া’র ছেলে নিশু মিয়া (৪২)।
এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।