Site icon Doinik Bangla News

কুসিক নির্বাচন;৮নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী বাবুর স্ত্রীকে প্রচারণায় বাধা,অশ্লীল গালিগালাজ ও হুমকি;অভিযোগ দায়ের

নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ৮ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী একরাম হোসেন বাবুর নির্বাচনী প্রচারনায় প্রার্থীর স্ত্রী সুমাইয়া নাঈমকে প্রতিপক্ষের লোকজন দ্বারা বাধা প্রদান,লিফলেট কেড়ে নেওয়া ও প্রচারনায় অংশগ্রহণকারী মহিলাদের অশ্লীল ভাষায় হুমকির খবর পাওয়া গেছে।
কাউন্সিলর পদপ্রার্থী জনাব একরাম হোসেন বাবু বাংলা নিউজ প্রতিনিধিকে জানান,
দুপুর আনুমানিক ১২টার দিকে,আমার স্ত্রী মহিলা কর্মীদের নিয়ে “লাটিম” মার্কার প্রচারনা করতে আমার নির্বাচনী ওয়ার্ড ঠাকুরপাড়ার বাগানবাড়ি এলাকার ব্র্যাক অফিসের গলিতে যায়,ঐখানে হঠাৎ আমার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী প্রার্থী “ঠেলাগাড়ি ” মার্কার জহিরুল কামালের সমর্থক,
নয়ন পাল,রাজন ভৌমিক, হালিমসহ ৪-৫ জন এসে আমার স্ত্রীসহ, নিপা পাল,পুর্ণিমা,মিঠু রানী,রত্না রানী সহ আরো কয়েকজন মহিলা কর্মীর সাথে ধাক্কাধাক্কি শুরু করে, লিফলেট ছিনিয়ে নেয়। ঐ সময়ই হালিম নামক ছেলেটি বলতে থাকে, “ঐ হিন্দুর জাত,১৫ তারিখ নির্বাচনের দিন তোদের দেখামু,কোন বাবু ভাই আইসা বাঁচায়, ভোটের দিন বাড়ী থেকেই বেরোতে পারবি না,আর তোরা যতই লাফালাফি করস,ঠেলাগাড়ি মার্কা জিতিয়ে ছাড়বো।
এরপর আমাকে ফোন দিলে,আমি লোকজন সহ ঘটনাস্থলে উপস্থিত হই,এবং সবার কথা শুনে রিটার্নিং কর্মকর্তা কাছে অভিযোগ করি এবং জেলা প্রশাসক মহোদয়, পুলিশ সুপার মহোদয়, র‌্যাব-১১, কোতোয়ালী মডেল থানায় অনুলিপি প্রেরন করি।
তাছাড়া তিনি আরও বলেন,প্রচার শুরু হওয়ার পর থেকেই ” ঠেলাগাড়ি ” মার্কার প্রার্থী আমার কর্মীদের বাড়ী গিয়ে হুমকি,চাকরিচ্যুত করার ভয়,ইন্ডিয়া পাঠিয়ে দেওয়ার হুমকি সহ নির্বাচন আচরন বিরোধী কাজ করে আসছে,আমি সেগুলোর অভিযোগও প্রশাসনের কাছে দিয়েছি।
কাউন্সিলর পদপ্রার্থী একরাম হোসেনের স্ত্রী সুমাইয়া নাঈমের কাছে ঘটনার বিবরন শুনতে চাইলে উনি বলেন,নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা আছে, থাকবে,তাই বলে এভাবে মহিলাদের ওপর কিশোর বয়সী ছেলেদের এমন আকস্মিক হামলা এবং অকথ্য, অশ্লীল ভাষায় গালিগালাজের ঘটনা দেখি নি। এই ঘটনায় আমি কিংকর্তব্যবিমূর। এই আধুনিক যুগে এসে যদি সাম্প্রদায়িক গালিগালাজ এবং ছেলের বয়সী লোকজন মহিলাদের আক্রমণ করে তাহলে আমরা যাবো কোথায়..?কার কাছে যাবো।
তিনি আরো বলেন,আমাদের প্রতিপক্ষ এখনই যদি এমন আচরণ করে,তাহলে নির্বাচিত হলে তারা সাধারণ মানুষের সাথে কি করবে…?

Exit mobile version