
ক্রাইম রিপোর্টঃ এক নারীর ঘরে অস্ত্র-মাদক রেখে র্যাবকে ‘মিথ্যা খবর দিয়ে তাকে ফাঁসাতে গিয়ে’ শেষ পর্যন্ত নিজেই আটক হয়েছেন এক ব্যক্তি।
চট্টগ্রামের চান্দগাঁও থানার পশ্চিম মোহরা এলাকা থেকে বুধবার আবুল হোসেন নামের ৩৯ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে র্যাব।
আবুল হোসেন যার বাড়িতে অস্ত্র ও মাদক রেখে এসেছিলেন, তার নাম নাসরিন আক্তার। র্যাব বলছে, জমি নিয়ে বিরোধের জেরে নাসরিনকে ফাঁসাতে চেয়েছিলেন তার স্বামী ইউসুফ ও সতীন কোহিনূর। সেজন্য তারা তিন লাখ টাকায় ভাড়া করেছিলেন আবুল হোসেনকে।
এই ঘটনা চান্দগাঁও থানায় একটি মামলা হয়েছে জানিয়ে র্যাবের র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবসার বলেন, “পরিকল্পনাকারী ইউসুফ ও কোহিনূর বর্তমানে পলাতক, তাদের ধরার চেষ্টা চলছে।“
র্যাব কর্মকর্তা আবসার বলেন, আশপাশের পরিস্থিতি এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে পুরো বিষয়টি তাদের কাছে সন্দেহজনক মনে হয়। এরপর আবুল হোসেনকে জিজ্ঞাবাদ করা হলে তিনি স্বীকার করেন, নাসরিনের অগোচরে তিনি তার ঘরে অস্ত্র ও মাদক রেখে এসেছিলেন।
“নাসরিনের সঙ্গে তার স্বামী মো. ইউসুফ ও সতীন কোহিনুরের জায়গা জমি নিয়ে বিরোধ চলছে। এ জন্য ইউসুফ-কোহিনুর মিলে নাসরিনকে ফাঁসানোর জন্য আবুল হোসেনকে কাজে লাগায়।”
সাংবাদিকদের তিনি বলেন, বুধবার তাদের কাছে খবর আসে, নগরীর মোহরা এলাকায় নাসরিনের বাসায় অস্ত্র ও ইয়াবা আছে।
“এরপর র্যাবের একটি দল সংবাদদাতা আবুল হোসেনকে সঙ্গে নিয়ে নাসরিনের বাসায় অভিযান চালায়। সে সময় ঘরের ফলস সিলিংয়ের উপরে একটি ওয়ান শুটার গান, একটি পাইপ গান ও এক রাউন্ড কার্তুজ পাওয়া যায়। এ ছাড়া ঘরের মধ্যে ওয়ার থেকে একটি প্যাকেটে মোড়ানো দুই হাজার ২৫০টি ইয়াবাও পাওয়া যায়।”
র্যাব কর্মকর্তা আবসার বলেন, আশপাশের পরিস্থিতি এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে পুরো বিষয়টি তাদের কাছে সন্দেহজনক মনে হয়। এরপর আবুল হোসেনকে জিজ্ঞাবাদ করা হলে তিনি স্বীকার করেন, নাসরিনের অগোচরে তিনি তার ঘরে অস্ত্র ও মাদক রেখে এসেছিলেন।
“নাসরিনের সঙ্গে তার স্বামী মো. ইউসুফ ও সতীন কোহিনুরের জায়গা জমি নিয়ে বিরোধ চলছে। এ জন্য ইউসুফ-কোহিনুর মিলে নাসরিনকে ফাঁসানোর জন্য আবুল হোসেনকে কাজে লাগায়।”