
স্থানীয় প্রতিনিধিঃ
কুমিল্লা বরুড়া উপজেলায় মেড্ডা মাদ্রাসায় এক ছাত্রকে পিটিয়ে হত্যা করেন মাদ্রাসা শিক্ষক।
শুক্রবার (৫ আগষ্ট) উপজেলার শশইয়া গ্রামের শুকুর আলীর ছেলে মোঃ সিহাব (১২) কে পিটিয়ে হত্যা করে মাদ্রাসা শিক্ষক আব্দুল ওয়াহাব (৩৫)।
জানা যায়, মাদ্রাসা শিক্ষক আব্দুল ওয়াহাব শিশুটির অপরাধের শাস্তি হিসেবে ২০০ বেত্রাঘাতের সিদ্ধান্ত ঘোষনা করেন,শিশুটি এক পর্যায়ে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকলেও ২০০ বেত্রাঘাত শেষ না হওয়া পর্যন্ত বেত্রাঘাত বন্ধ করেননি অভিযুক্ত শিক্ষক আব্দুল ওয়াহাব,বেত্রাঘাত শেষ হতে হতে শিশুটির শরীর নিথর হয়ে যায়।
এবিষয়ে বরুড়া থানায় একটি হত্যা মামলা হয়েছে। অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে থানা পুলিশ।