
জনি হালদারঃ বগুড়ায় ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় ৫২ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। এ সময় মামলায় নবগঠিত কমিটি বাতিলের দাবিতে আন্দোলনরত তৌহিদুর রহমান তৌহিদ ও মাহফুজার রহমানসহ ১৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি ৩৫ জনকে অজ্ঞাত উল্লেখ করা হয়। সোমবার (৫ ডিসেম্বর) বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (৫ ডিসেম্বর) রাতে জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা বাদী হয়ে মামলাটি করেন।
অভিযোগে বলা হয়, বগুড়ায় গত ৩ ডিসেম্বর জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা ও সাধারণ সম্পাদক আল-মাহিদুল ইসলাম জয় কর্মী-সমর্থকদের নিয়ে সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষের সঙ্গে দেখা করতে যান। পরে একই দিন রাত ৯টার দিকে তারা নেতাকর্মীদের বাইরে রেখে অধ্যক্ষের বাসভবনে যান। এ সময় ক্যাম্পাসে পৌঁছার আগে আসামিরা ওঁৎ পেতে ছিলেন। তাদের দেখে আসামিরা গালাগাল করতে থাকেন। নিষেধ করায় তারা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে আঘাত করেন। এতে জেলা ছাত্রলীগের সহসভাপতি আতিকুর রহমান ও পৌর কমিটির সাধারণ সম্পাদক মো. সাব্বিরসহ কয়েকজন আহত হয়।
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা জানান, শত্রুতাবশত তাদের ওপর হামলা চালানো হয়েছে। আহতদের মধ্যে আতিকুর রহমান আতিক ও সাব্বিরের অবস্থা গুরুতর। আমরা এখন আইনি পথে লড়ব।
বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, রোববার রাতে মামলাটি রেকর্ড করা হয়েছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।