Site icon Doinik Bangla News

ঢাকায় পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা নারী আটক

বাংলা নিউজ ডেস্কঃ ঢাকায় পাসপোর্ট করতে এসে হতিজা আক্তার নামের এক রোহিঙ্গা নারী আটক হয়েছেন। রাজধানীর উত্তরায় আঞ্চলিক পাসপোর্ট অফিসে মঙ্গলবার এ ঘটনা ঘটে।

উত্তরা পাসপোর্ট অফিসের উপপরিচালক শাহ মুহাম্মদ ওয়ালিউল্লাহ সাংবাদিকদের জানান, ঐ নারীর কাছে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছিল। যাচাই করে দেখা যায়, সেটি আসল। চার মাস আগে আশুলিয়ার ঠিকানায় এনআইডি করা হয়। তবে তার আচরণে সন্দেহ হওয়ায় শেষপর্যন্ত আঙুলের ছাপ নিয়ে রোহিঙ্গাদের তথ্যভান্ডারে মিলিয়ে দেখা হয়। এতেই তার আসল পরিচয় বেরিয়ে আসে।

জিজ্ঞাসাবাদে তিনি জানান, মালয়েশিয়া প্রবাসী এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে। সেই যুবকের পরামর্শেই তিনি পাসপোর্ট করে মালয়েশিয়ায় যাওয়ার পরিকল্পনা করেন। তিনি কীভাবে রোহিঙ্গা ক্যাম্প থেকে আশুলিয়ায় এসেছেন এবং কাদের সহায়তায় এনআইডি তৈরি করেছেন তা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করবে।

Exit mobile version