তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি রাশিয়ার

বাংলা নিউজ ডেস্কঃ ইউক্রেন যদি মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটে যোগ দেয়, তাহলে ইউক্রেনের সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নেবে বলে সতর্ক করেছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদ।

রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের উপসচিব আলেক্সান্দার ভেনেদিকতভের বরাত দিয়ে বৃহস্পতিবার এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আলেক্সান্দার ভেনেদিকতভ বলেন, কিয়েভ খুব ভালো করেই জানে এ ধরণের কোনো পদক্ষেপের অর্থ নিশ্চিতভাবেই তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু।

ভেনেদিকতভ মনে করেন, ইউক্রেনের ন্যাটোতে যোগ দেয়ার আবেদনটি একটি প্রোপাগান্ডা। কারণ পশ্চিমারা ন্যাটোতে ইউক্রেনের সদস্যপদ দেয়ার পরিণতি জানে।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের জাপোরিজিয়া, খেরসন, দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলকে রাশিয়ার সঙ্গে সংযুক্ত করার ঘোষণা দেন।

পুতিনের ওই ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ন্যাটোর সদস্য পদ পাওয়ার প্রক্রিয়া দ্রুত করার ঘোষণা দেন।
এ বিষয়ে রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব নিকোলাই পেতরুশেভ বলেছেন, ন্যাটোর সদস্যপদ পেতে ইউক্রেনের আবেদনকে তিনি যুদ্ধের উস্কানি মনে করেন।

পেতরুশেভ বলেন, এ ধরনের আত্মঘাতীমূলক একটি পদক্ষেপের পরিণতি কি হবে, তা ন্যাটোর সদস্য দেশগুলো নিজেরাই বুঝতে পারে।

যদিও ন্যাটো বলছে, পূর্ণ সদস্যপদ পেতে ইউক্রেনকে আরও অনেকদিন অপেক্ষা করতে হবে। এছাড়াও ন্যাটোর ৩০ সদস্য রাষ্ট্রের সবার অনুমোদন প্রয়োজন।
এদিকে ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণের ঘটনাকে রুশ প্রেসিডেন্ট পুতিন ‘সন্ত্রাসী কার্যকলাপ’ হিসেবে আখ্যা দিয়ে ইউক্রেনজুড়ে হামলার তীব্রতা বাড়িয়েছে। সবশেষ সোমবার (১০ অক্টোবর) সকাল থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বেশ কয়েকটি শহরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। যুদ্ধের প্রাথমিক কয়েক সপ্তাহের পর এটিকে ইউক্রেনে সবচেয়ে বিস্তৃত হামলা বলে আশঙ্কা করা হচ্ছে।

নতুন করে এ হামলার জবাবে রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইইউ।

সংশ্লিষ্টরা বলছেন, এর ফলে জ্বালানির দাম আরও বাড়বে, যা ইউরোপীয় অঞ্চলের জন্য হবে বড় হুমকি। এতে ভেঙে পড়তে পারে ইউরোপের অর্থনীতি।

অন্যদিকে চলমান সংঘাত বাড়তে থাকলে ইউরোপে আরও বড় ধরনের যুদ্ধ লাগতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply