Site icon Doinik Bangla News

দেশব্যাপী ৬৩ জেলায় একসাথে সিরিজ বোমা হামলার ১৭ বছর!

স্টাফ রিপোর্টারঃ ২০০৫ সাল, রাষ্ট্রীয় ক্ষমতায় তখন বি এন পি – জামায়াত ৪ দলীয় জোট।
১৭ই আগস্ট বেলা প্রায় ১১টায় ঢাকাসহ দেশের ৩০০টি স্থানে ৫০০ বোমা হামলা করা হয়। আধ ঘন্টার ব্যাবধানে চালানো এই সিরিজ বোমা হামলায় দুজন নিহত এবং দুই শতাধিক মানুষ আহত হয়। মুন্সীগঞ্জ বাদে দেশের বাকি ৬৩ জেলায় এই হামলা করা হয়।হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, বিমানবন্দর, মার্কিন দুতাবাস,জেলা আদালত, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপারের কার্যালয়,প্রেসক্লাব ও সরকার আধা-সরকারি স্থাপনায় এই সিরিজ বোমা হামলা চালায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জে এম বি)।এবং হামলার স্থানে জঙ্গিরা লিফলেট ছড়িয়ে দেয়।
জে এম বির এই সিরিজ বোমা হামলার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১৬১টি মামলা হয়।এর মধ্যে এখন পর্যন্ত বিচার কাজ শেষ হয়েছে ১০২ টি মামলার। নিষ্পত্তিকৃত মামলাগুলোয় শীর্ষ জঙ্গি নেতা শায়াখ আবদুর রহমান ও সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইসহ ৩৫ জন জঙ্গিকে মৃত্যুদন্ড দেওয়া হয়। ১৩১জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, আর বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় ১৮৪ জনকে,খালাস পায় ১১৮ জন।

Exit mobile version