Site icon Doinik Bangla News

নির্বাচনের খবর সংগ্রহে বাধা দিলে ৩ বছরের জেলের প্রস্তাব

বাংলা নিউজ ডেস্কঃ নির্বাচনের সময় সংবাদ সংগ্রহে গণমাধ্যমকর্মীদের দায়িত্ব পালনে বাধা দিলে সর্বোচ্চ তিন বছরের জেল ও জরিমানা সুপারিশের বিধান রেখে নির্বাচনসংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের জন্য সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান সাংবাদিকদের এ তথ্য জানান।

আহসান হাবিব খান বলেন, ‘সাংবাদিকদের নিরাপত্তার কথা চিন্তা করে ইসি আইনে একটি নতুন বিধান সংযোজন করার প্রস্তাব করেছে। তা হচ্ছে সাংবাদিকদের দায়িত্ব পালনে কেউ বাধা দিলে, হেনস্তা করলে, সাংবাদিকদের সরঞ্জাম ও সঙ্গীসাথীদের ক্ষতি করার চেষ্টা করলে সর্বনিম্ন এক বছর ও সর্বোচ্চ তিন বছরের জেলের বিধান রাখা হয়েছে।’ এছাড়া জরিমানাও রাখা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

গত আগস্টে আরপিওর বেশ কিছু সংশোধনী প্রস্তাব চূড়ান্ত করে আইন মন্ত্রণালয়ে পাঠায় ইসি। মন্ত্রিসভা অনুমোদন দিলে তা জাতীয় সংসদে পাঠানো হবে। আর সংসদে পাস হলেই প্রস্তাবগুলো আইনের অংশ হিসেবে গণ্য হবে।

Exit mobile version