
প্রতিবাদ
মনির হোসেন জীবন
যদি অন্যায়কে একবার মেনে নিয়েছো
তবে আরো একটি দুঃসহ বিপর্যয়ের জন্য প্রস্তুত থাকো,
ক্ষুদ্র আগুন বিশাল হতে-
খুব বেশি সময়ের প্রয়োজন হয় না’কো।
যদি অন্যায়কে একবার মেনে নিয়েছো
তবে বার বার পরাজিত হবার জন্য প্রস্তুত থাকো,
আমাদের জেনে রাখা উচিৎ
একজন সংগ্রামী কখনো ক্ষুদ্র নয়
সে অবিচল অকুতোভয় এক সত্বা
সে সূর্যের মত, যাকে চাদরে ঢাকা যায়না
সে সুবাসের জন্য পুষ্পের বাগান রচে না
এই নীল ভূমির সবুজের জন্য জীবন উৎসর্গ করে।
সে জন্মের সময় চিৎকার করে জন্মায়-
আমি এসেছি,
আমি ত্রাস হয়ে এসেছি, আমি মহা প্রলয় হয়ে এসেছি
আমি অগ্নির অদৃশ্য শিখা হয়ে এসেছি
আমি খরা তাপে তৃষ্টি মিছিলে বৃষ্টি হয়ে এসেছি
আমি অভয় উত্থানে মুক্তির স্লোগান হয়ে এসেছি
আমি কুর্নিশ দিতে কিংবা নিতে আসিনি
আমি শুধু নির্মল বায়ু হয়ে এসেছি
আমি মাথা নত করে বাঁচতে আসিনি
আমি উল্লাসে ফেটে পড়া চিৎকারে জয় ধব্বনি হয়ে এসেছি।
যদি অন্যায়কে একবার মেনে নিয়েছো
তোমার সর্বাঙ্গে বিষ ফোড়া বার বার জন্মাবে,
যদি মনে করো খিল দেয়া ঘরের ভেতরে তুমি নিরাপদ,
তবে জীবনকে আস্বাদন করতে পারনি।
এই উপত্যকায় একবার মরতে হবেই
মানুষ একবারই জন্মায়,
জন্মের কাছে আজন্ম ঋণ একবার শোধিতে হয়
মফস্বলের জনপদে-
সালফারে ক্ষয়ে যাওয়া কৃষকের হাত ছুঁয়ে
মমতার স্পর্শে, একবার বলতে হয়
আমাদের এই পাথরের নগর- বন্দর যা কিছু আছে
সহস্র শতাব্দী ধরে তোমাদের ভালবাসায় আছে বেঁচে
প্রত্যুষে যখনি হাতে নেই একখানা রুটি
আমি তোমাদের দেখি, দেখি সূর্যের খরাতাপে পোড়া এই মাটি।
জন্মের কাছে আজন্ম ঋণ একবার শোধিতে হয়
আমাদের এই সড়ক- মহাসড়ক
প্রতিটি অট্টালিকার ইমারত শিল্পী’রা
আমাদের এই সৌন্দর্যের অংশীদার
তাদেরকে অধিকার দিতে হবে, অন্তত একদিন চায়ের আড্ডায়।
প্রতিটি অন্যায়ের সাথে যুদ্ধ হোক
সন্মুখ যুদ্ধ, সসস্ত্র যুদ্ধ, অধিকার প্রতিষ্ঠার যুদ্ধ।
ধর্মের যুদ্ধ শুধু রাজাদের বিজয়ী করে
মহলের অন্দরে, নর্তুকীর মিছিলে একদিন যায় ভরে
মানচিত্র ছিনিয়ে আনা কুলি, মজুর চাষা
ভুলে যায় অকপটে সকলেই তারে
বিজয়ের মহা-দিনে, পাথরে ফুল দিয়ে সকলেই দায় সারে।
পদলেহন সভ্যতার যুগ হতে আজ অবদি
বিষাক্ত রক্ত বইছে শিরায় শিরায়
মহাকাল থেকে লুটেরা আমাদের রক্ত লুটেপুটে খায়
আমরা বেঁচেও মরে আছি এই মৃত্তিকায়।
রক্তের নেশায় লাল চক্ষু নিয়ে জন্মানো কলোনিয়াল
সেই সব অশুভ আত্মারা-
এখনো দাঁড়িয়ে আছে এই মাটির প্রতিটি দরজায়,
বুনিয়াদি বংশের উপাধি’র তরে
দ্যাখো বেঁচে আছে আত্মারা প্রাচীর ধরে
দূষিত রক্তের বিষাক্ত বায়ুর গন্ডি হতে
আমাদের আজ বের হতে হবে।
গতিপথ রোধ করে নদী’রাও আজ স্বাধীনতাহীন
যেখানে অন্যায়ের প্রতিবাদ নেই-
সেখানের পথ – ঘাট একদিন শ্মশান হয়ে যায়।