Site icon Doinik Bangla News

প্রথম আলোর বিষয়টি আরেকটি বাসন্তী কাহিনী: হাইকোর্ট

বাংলা নিউজ ডেস্কঃ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে দৈনিক প্রথম আলোর ওয়েবসাইটে একটি ছবিসহ সংবাদ প্রকাশ করাকে আরেকটি বাসন্তী কাহিনী বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

রোববার (২ এপ্রিল) বিকেলে হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো.আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ জামিন আবেদনের ওপর শুনানির সময় আদালত এ মন্তব্য করেন।

২৬ মার্চ স্বাধীনতা দিবসে প্রথম আলো যে প্রতিবেদন প্রকাশ করেছে তা নিয়ে শুনানিতে আদালত প্রশ্ন তুলেন।

হাইকোর্ট বলেন, প্রথম আলোর বিষয়টি আরেকটি বাসন্তী কাহিনী। দায়িত্বশীল জায়গায় থেকে এটা করা ঠিক হয়েছে কিনা সেই প্রশ্ন করেন আদালত।

এদিকে ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর রমনা থানায় দায়ের করা মামলায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমানকে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

Exit mobile version