
বাংলা নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর ১৭০ টাকা মজুরি নির্ধারণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন চা-শ্রমিকরা। একইসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছেন তারা।
দৈনিক মজুরি ৩০০ টাকা করার দাবিতে ৯ আগস্ট থেকে দুই ঘণ্টা করে কর্মবিরতি এবং ১৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করেছেন চা-শ্রমিকরা। এতদিন ১২০ টাকা মজুরিতে কাজ করেছিলেন তারা। আর কারও কথা বিশ্বাস না করে শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ থেকে আশ্বাস শুনে কাজে ফেরার কথা বারবার বলেছিলেন শ্রমিকরা। অবশেষে প্রধানমন্ত্রীর ১৭০ টাকা মজুরি নির্ধারণের মধ্য দিয়ে ধর্মঘট প্রত্যাহার করে কাজে ফেরেন তারা। শনিবার (২৭ আগস্ট) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চা-বাগান মালিকপক্ষের সংগঠন বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের (বিটিএ) বৈঠকের পর এ সিদ্ধান্ত আসে।