Site icon Doinik Bangla News

প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পাচ্ছেন ‍যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূত

বাংলা নিউজ ডেস্কঃ মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ঢাকায় যোগদানের পর এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ পাননি পিটার ডি হাস। এবার তিনি প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেতে যাচ্ছেন।

আগামী বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) প্রথমবারের মতো গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন মার্কিন রাষ্ট্রদূত।

কূটনৈতিক সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, করোনা পরিস্থিতি ও শিডিউল জটিলতাসহ নানা কারণে ঢাকায় আসার প্রায় ছয় মাস পার হয়ে গেলেও প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পাননি পিটার ডি হাস। আগামী বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে সাক্ষাতে যাবেন মার্কিন রাষ্ট্রদূত।

চলতি বছরের মার্চের শুরুতে ঢাকায় আসেন পিটার হাস। সাবেক মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলারের স্থলাভিষিক্ত হন তিনি। ঢাকায় আসার ১৫ দিনের মাথায় অর্থাৎ গত ১৫ মার্চ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেন নতুন মার্কিন রাষ্ট্রদূত।

গত বছরের ৯ জুলাই বাংলাদেশে পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে পিটার হাসকে নিয়োগের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন সিনেট তার মনোনয়ন চূড়ান্ত করে।

মার্কিন কংগ্রেসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, পিটার ডি হাস যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের বাসিন্দা। তিনি একজন পেশাদার কূটনীতিক।

Exit mobile version