Site icon Doinik Bangla News

ফেসবুকে ওয়ালটনের অফিসিয়াল পেজের নাম পরিবর্তন

 

 

অফিসিয়াল ফেসবুক পেজের নাম পরিবর্তন করেছে ওয়ালটন। ওয়ালটনের ফেসবুক পেজটি এতদিন ‘ওয়ালটন বিডি’ নামে থাকলেও আজ বৃহস্পতিবার দুপর ২টা থেকে পেজটির নাম ‘ওয়ালটন’ হয়েছে।

‘ওয়ালটন বিডি’ নামে ফেসবুক পেজটি ২০১১ সালে চালু করে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হোম অ্যাপ্লায়েন্স, কমিউনিকেশন ও প্রযুক্তি পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন। পেজটির ফলোয়ার সংখ্যা ১৮ লাখের বেশি।

এ প্রসঙ্গে ওয়ালটনের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর শেখ তোফাজ্জল হোসেন সোহেল বলেন, আমরা এ ঘোষণা দিতে পারে গর্ববোধ করছি। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজটি ‘ওয়ালটন বিডি’ এর পরিবর্তে এখন থেকে ‘ওয়ালটন’ নামে পরিচিত হবে। যা কোম্পানির মূল নামের সঙ্গে সঙ্গতিপূর্ণ। এর ফলে গ্রাহকদের সঙ্গে সম্পর্ক আরো জোড়ালো হবে বলে মনে করছি।’

এদিকে জানা গেছে, খুব শিগগির ফেসবুকে ভেরিফায়েড পেজের অনুমোদন পেতে চলেছে ওয়ালটন।

Exit mobile version