রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নবনির্বাচিত রাষ্টপতি ও প্রধানমন্ত্রী

বাংলা নিউজ ডেস্কঃ বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। নবনির্বাচিত রাষ্ট্রপতি বঙ্গভবনে প্রবেশ করার কিছু পরে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।

নবনির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন, তার সহধর্মিনী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে পৌঁছালে তাদের ফুলেল শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ ও তার সহধর্মিনী রাশিদা খানম। ‌

নবনির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন, তার সহধর্মিনী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে পৌঁছালে তাদের ফুলেল শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ ও তার সহধর্মিনী রাশিদা খানম। ‌

আর ক’দিন পরই যে ভবনের বাসিন্দা হবেন মোহাম্মদ সাহাবুদ্দিন, রাষ্ট্রপতি হবার পর সেই ভবনে প্রথমবারের মতো তিনি এলেন মঙ্গলবার সন্ধ্যায়। এবারের আগমন এর আগের যে কোনোবারের চেয়ে অন্যরকম।

সন্ধ্যা ৭টার অল্প কিছু আগে একইফ্রেমে দেখা যায় দুই রাষ্ট্রপতিকে। সোয়া ৭টার দিকে যোগ দেন প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানাও। এ সময় ফার্স্ট লেডি বেগম রাশিদা খানম, নবনির্বাচিত রাষ্ট্রপতির সহধর্মিনী ড. রেবেকা সুলতানা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠক চলে অন্তত দুই ঘণ্টা। পরে নৈশভোজে অংশ নেন তারা। নৈশভোজ শেষে বঙ্গভবন থেকে বেরিয়ে যান নতুন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

Leave a Reply