Site icon Doinik Bangla News

বিদায় সুর সম্রাজ্ঞী; “কোকিলকণ্ঠী” সংগীত শিল্পী লতা মুঙ্গেসকার এর দেহাবসান।

বিনোদন ডেস্কঃ

চলে গেলেন উপমহাদেশের কিংবদন্তি ও ‘কোকিল কণ্ঠী’ সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর…

৯২ বছরে শেষ হলো কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকরের কর্মময় পথচলা । করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে দীর্ঘ লড়াইয়ের পর আজ(রবিবার) সকাল ৮টা ১২ মিনিটে মধ্য মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন উপমহাদেশের সংগীতের এই প্রবীণ মহাতারকা ।

লতা মঙ্গেশকর উপমহাদেশের জীবন্ত কিংবদন্তি একজন সঙ্গীতশিল্পী, সুরসম্রাজ্ঞী ও সঙ্গীত সাধিকা ও মানবিক একজন ব্যক্তিত্ব ৷ তিনি জন্মগ্রহণ করেন ১৯২৯ খ্রিস্টাব্দের ২৮শে সেপ্টেম্বর, ভারতের ইন্দোরে ৷ মাত্র ১৩ বছর বয়সে তিনি গানের ভুবনে প্রবেশ করেন । এ পযন্ত তিনি ৪০ হাজার গানে কণ্ঠ দিয়েছেন । হিন্দি ছাড়াও ভারতের ৩৬টিরও বেশি আঞ্চলিক ভাষায় তিনি গান গেয়েছেন । তাঁর হাজার হাজার গান উপমহাদেশের হিট গান হিসেবে পরিচিত ৷

একাত্তরে মুক্তিযুদ্ধের পর বাংলাদেশে সফরে এসেছিলেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর ৷ বাংলাদেশের মুক্তিসংগ্রাম বা মুক্তিযুদ্ধে তাঁর অবদান অনস্বীকার্য । মুম্বাই তো বটেই, ভারতের একাধিক স্থানে তিনি বিনা পারিশ্রমিকে গান গেয়েছিলেন । সেই কনসার্ট ও আসরের টিকেট বিক্রি থেকে সংগৃহীত অর্থ বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও মুক্তিযোদ্ধাদের সাহায্যার্থে ব্যয় হয়েছিলো । মুক্তিযুদ্ধের পর স্বাধীন দেশে ভারতীয় সেনাবাহিনীর সাথে তিনি বাংলাদেশ সফরে আসেন ৷ এই ছবিটি তাঁরই একমাত্র স্মৃতি ৷

মহাপ্রয়াণে অন্তর্লীন শ্রদ্ধা জানাই কিংবদন্তি এই সংগীত তারকার প্রতি…

Exit mobile version