
বাংলা নিউজ ডেস্কঃ কুমিল্লায় বিশেষ অঙ্গে ছোট ভাইয়ের স্ত্রীর আঘাতে প্রাণ গেল রিপন হোসেন নামে এক মুদি দোকানির। শুক্রবার বিকালে জেলার আদর্শ সদর উপজেলার কালিরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রিপন হোসেন (৪২) ওই এলাকার মোবারক হোসেনের ছেলে। পুলিশ ঘাতক সালমা বেগমকে গ্রেফতার করেছে।
কোতোয়ালি মডেল থানাধীন ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন বলেন, বাড়ির সামনে রিপনের একটি মুদি দোকান রয়েছে। জমির মাটি কাটা নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের স্ত্রীর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওই নারী রিপনের ঘাড়ে ও পুরুষাঙ্গে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ঘটনার পর ওই নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেন এলাকার লোকজন। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর বিস্তারিত জানা যাবে।