Site icon Doinik Bangla News

ভেঙে যায়

ভেঙে যায়
ম নি র হো সে ন জী ব ন
ভেঙে যায়, অনেক কিছুই ভেঙে যায়
অনেক যত্ন করে রেখে দেয়া-
আলমারি’র সেই গ্লাসটিও একদিন ভেঙে যায়।
ভেঙে যায়,
শ্রমিকের ঘামে বাধাই করা
সেই পাষাণ রাস্তাটিও একদিন ঠিক ভেঙে যায়।
ভেঙে যায়,
পোড়া মাটি আর মারবেল পাথরের মজবুত প্রাচীরটিও
ভূ- কম্পন আর কালের ভাংগন সে একদিন আসেই
এখানে স্থায়ী বলতে কিচ্ছু নেই।
ভেঙে যায়,
কুড়ি বছরের দাম্পত্য জীবন সংসারও একদিন ভেঙে যায়,
প্রিয়তমা’র তৃষ্ণার্ত প্রেমের স্তম্ভও একদিন ভেঙে যায়
নব বধুর রাশি রাশি স্বপ্ন গুলোও একদিন ভেঙে যায়
এখানে স্থায়ী বলতে কিচ্ছু নেই।
ভেঙে যায়,
লক্ষ লক্ষ সেনায় সূ-রক্ষিত
মহা সম্রাজ্যও একদিন ভেঙে যায়,
ভেঙে যায়, অদম্য চেতনা ভরা মনের দেয়ালও।
ভেঙে যায়,
প্রিয়তম পতির রেখে যাওয়া স্মৃতির নাক ফুল
মুছে যায় রংগিন শাড়ির সমস্ত রং টুকু
এখানে স্থায়ী বলতে কিচ্ছু নেই।
ভেঙে যায়,
ভ্রাতা হতে প্রিয় বন্ধুর অটুট বন্ধন
সে-ও একদিন ভেঙে যায়,
ভেঙে যায় বহু অপরিণত প্রেম
এখানে স্থায়ী বলতে কিচ্ছু নেই
শক্ত মাটির প্রাচীর, ঢেউয়ে ঢেউয়ে ভেঙে যায় দু- কূল।
ভেঙে যায়,
আরো অনেক কিছু ভেঙে যায়
জ্যোৎস্নার জোয়ারও একদিন ভেঙে যায়,
সূ-বিশাল বৃক্ষের ডাল গুলোও একদিন ভেঙে যায়
বৃদ্ধা, বনিতার হৃদয়ও একদিন ভেঙে যায়
এখানে স্থায়ী বলতে কিচ্ছু নেই।
ভেঙে যায়,
রমনী যে নিরাপদ কোলে মাথা রেখে নিদ্রা যায়
সে সূ-শোভিত কোলও একদিন ভেঙে যায়,
সারা দিনের সংগ্রাম শেষে
একজন পুরুষ যেখানে এসে নেয় আশ্রয়
সেখানেও একদিন অনাবৃষ্টিতে জল এসে ভরে যায়
এখানে স্থায়ী বলতে কিচ্ছু নেই
আরো অনেক কিছুই ভেঙে যায়।
যবনিকাপাত
১লা জুন ২০২১ ইং
রেলষ্টেশন, কুমিল্লা।
Exit mobile version