Site icon Doinik Bangla News

মার্কিন রাষ্ট্রদূতের আরও জেনেশুনে কথা বলা উচিতঃ আইনমন্ত্রী

বাংলা নিউজ ডেস্কঃ বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উন্নতি হয়েছে, শিগগিরই তা মার্কিন রাষ্ট্রদূত বুঝতে পারবেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশ্ব নৌ দিবস উপলক্ষে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বাংলাদেশে আরও কিছুদিন থাকার পর মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বুঝতে পারবেন, এদেশের মানবাধিকার পরিস্থিতির কতটা উন্নতি হয়েছে।

বাংলাদেশের মানবাধিকার বিষয়ে মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্য সম্পর্কে আইনমন্ত্রী আরও বলেন, ওনার আরও জেনেশুনে কথা বলা উচিত। কারণ মানবাধিকার উন্নয়নের ব্যাপারে শেখ হাসিনার সরকার অনেক অগ্রগতি করেছে।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আর ফিরবে না বলে জানিয়ে আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণ আইনের শাসনে বিশ্বাস করে। বাংলাদেশের জনগণ দেশের সর্বোচ্চ আদালতকে সম্মান করে, শ্রদ্ধা করে। সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকার কনসেপ্টকে অবৈধ বলে রায় দিয়েছে। সে কনসেপ্টে ফেরার আর কোনো সুযোগ নেই।

অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম, বুয়েটের অধ্যাপক ড. মোহাম্মদ তামিমসহ অনেকেই উপস্থিত ছিলেন।

Exit mobile version