
বাংলা নিউজ ডেস্কঃ মিয়ানমারের কোনো নাগরিককে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. এ কে আব্দুল মোমেন। আজ শনিবার বিকেলে সিলেটের লাক্কাতুরা গলফ ক্লাব মাঠে ভিডিও কনফারেন্সে চা শ্রমিকদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাত শুরু হয়েছে। দেশটিতে যখন সংঘাত শুরু হয়, তখন সেদেশের নাগরিকরা বাংলাদেশে চলে আসে। এবার দেশটির কোনো নাগরিক বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। এ বিষয়ে আমরা বিজিবিকে সতর্ক অবস্থায় রেখেছি।’
তিনি বলেন, ‘মিয়ানমারের বোম্ব আমাদের এখানে পড়েছে। তাদের রাষ্ট্রদূতকে ডেকে বিষয়টি বলেছি।’
ডা. মোমেন বলেন, ‘আমরাও সব সময় তাদের দিকে তাকাই। চা শ্রমিকরা যেটা দাবি করেছেন। সেটা অত্যন্ত সুন্দর। আর বৃষ্টির মধ্যেও যে এত শ্রমিক এসেছেন, দেখে আমি খুব আনন্দিত হয়েছি।