
সাবরিনা জামান রিবা, মডেল। তাঁর মা সেলিনা জামান গৃহিণী। আজ দুই প্রজন্মে থাকছে এই মা–মেয়ের পছন্দ–অপছন্দের কথা।
১. শীতকালের কী বেশি ভালোলাগে?
রিবা: ঘুরে বেড়াতে।
মা: গরম-গরম পিঠা খেতে।
২. ঘুরে বেড়ানোর প্রিয় জায়গা…
রিবা: ঢাকার বাইরে যেকোনো জায়গা।
মা: দেশে কক্সবাজার, বিদেশে কলকাতা।
৩. অবসরে যা করি…
রিবা: প্রচুর গান শুনি।
মা: টিভিতে গানের অনুষ্ঠান দেখি।
৪. প্রিয় সংগীত শিল্পী কারা?
রিবা: দেশে তাহসান আর হাবীব, দেশের বাইরে অরিজিৎ সিং।
মা: রেজওয়ানা চৌধুরী বন্যার গান আমার খুব প্রিয়। হাবিবের গানও ভালো লাগে।
৫. প্রিয় মডেল?
রিবা: আজরা মাহমুদ।
মা: সাদিয়া ইসলাম মৌ।
৬. পত্রিকায় যা পড়তে ভালো লাগে?
রিবা: রাশিফল।
মা: সংস্কৃতি আর বিনোদনের খবর পড়তে ভালো লাগে।
৭. যাঁদের অভিনয় ভালো লাগে…
রিবা: জয়া আহসান, তিশা, রনবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন।
মা: সুবর্ণা মুস্তাফা, জাহিদ হাসান ও সালমান খান।
৮. পছন্দের পোশাক?
রিবা: সাধারণত পাশ্চাত্য ঘরানার পোশাক পরতে পছন্দ করি। এ ছাড়া ভালো লাগে সুতি আর লেইসের শাড়ি।
মা: সালোয়ার-কামিজ, অনুষ্ঠানে জামদানি শাড়ি পরি।
৯. প্রিয় ব্যক্তিত্ব?
রিবা: আমার মা।
মা: আমার মা।
১০. জীবনের প্রিয় মুহূর্ত…
রিবা: আমার মায়ের সঙ্গে সময় কাটাতে সবচেয়ে ভালো লাগে।
মা: কিছুদিন আগেই মা মারা গেছেন। মায়ের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তই খুব প্রিয় ছিল।
১১. পরস্পরের যা ভালোলাগে?
রিবা: মা খুব সরল-সোজা। বিষয়টা আমার খুব ভালো লাগে।
মা: রিবা প্রায়ই নানাভাবে আমাকে চমক দেওয়ার চেষ্টা করে। এটি আমাকে আনন্দ দেয়।