যুবা বাঘিনীদের সাফ জয়

স্পোর্টস ডেস্কঃ

সাফ অনূর্ধ্ব-১৯ মহিলা চ্যাম্পিয়ানশীপ টুর্নামেন্ট এর ফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতলো বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ মহিলা ফুটবল দল।

রাউন্ড রবিন লীগ পর্বে বাংলাদেশ তাদের সূচনা ম্যাচে হিমালয় কন্যা নেপালের সঙ্গে গোলশুন্য ড্র করে পয়েন্ট ভাগাভাগি করলেও আর পেছনে ফিরে তাকায়নি। ভুটানকে ৬-০ গোলে, শক্তিশালী ভারতকে ১-০ গোলে এবং লীগ পর্বের শেষ ম্যাচে শ্রীলংকাকে ১২-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে গ্রুপ সেরা হিসেবে ফাইনালে জায়গা করে নেয় ছোটনের শিষ্যরা।
অপরদিকে ভারত শ্রীলংকার বিপক্ষে ৫-০ গোলে জয় নিয়ে লীগ পর্ব শুরু করার পর ভুটানকে হারায় ৩-০ গোলে। তবে তৃতীয় ম্যাচে স্বাগতিকদের সঙ্গে পেরে উঠেনি উপমহাদেশের এই পাওয়ার হাউজ। হার মেনেছে ১-০ গোলে। লীগের শেষ ম্যাচে নেপালকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে তারা।
আজকে কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা শক্তিশালী ভারতকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
দলের পক্ষে একমাত্র গোলটি করেন আনাই মোগিনি।
অভিনন্দন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ মহিলা ফুটবল দলকে।

Leave a Reply