Site icon Doinik Bangla News

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সৃষ্ট সংকট কাটিয়ে উঠতে বৈশ্বিক সংহতি প্রয়োজন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলা নিউজ ডেস্কঃ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (২১ সেপ্টেম্বর) ইউক্রেন যুদ্ধ ও অন্যান্য সংকটের কারণে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবেলায় দৃঢ় রাজনৈতিক প্রতিশ্রুতি ও বৈশ্বিক সংহতির আহ্বান জানিয়েছেন।

শেখ হাসিনা বলেন, “কোনো দেশ এককভাবে এসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে না। এই মুহূর্তে, আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার এবং বৈশ্বিক সংহতি।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে জিসিআরজি (গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপ) চ্যাম্পিয়নদের সাথে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এক বিবৃতিতে এ কথা বলেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, “ইউক্রেন যুদ্ধের প্রবল প্রভাব এবং অন্যান্য সংকট সমাজ ও অর্থনীতিতে, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে, গভীর দাগ ফেলেছে। এটি আমাদের কোভিড মহামারীর প্রভাব পুনরুদ্ধারের প্রচেষ্টা এবং এসডিজি বাস্তবায়ন প্রক্রিয়ায় অনেক নতুন চ্যালেঞ্জ যোগ করেছে।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংকট মোকাবেলায় জাতিসংঘের ব্যবস্থাকে সক্রিয় করার জন্য, জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ জানান। এ বিষয়ে তিনি জিসিআরজি পরিচালনা কমিটির কাজের প্রশংসা করেন।

Exit mobile version