Site icon Doinik Bangla News

শহীদ বুদ্ধিজীবী দিবসে কুমিল্লা জেলা ন্যাপের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হলো আলোচনা সভা

বাংলা নিউজ ডেস্কঃ  আজ শহীদ বুদ্ধিজীবী দিবস।  ১৯৭১ সালের এ দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আল-বদর, আল-শামসরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে।

দিবসটিতে মুক্তিযুদ্ধের পক্ষের সকল রাজনৈতিক দল ও সংগঠন শহীদ বুদ্ধিজীবীদের প্রতি নিবেদন করেন বিনম্র শ্রদ্ধা।

ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ-মোজাফ্ফর) ও দিবসটি যথাযোগ্য মর্যাদার সাথে পালন করেন।

বুধবার (১৪ ডিসেম্বর), সন্ধা ৭ ঘটিকার সময় কুমিল্লা জেলা ন্যাপের  দলীয় কার্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবসটিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুমিল্লা জেলা ন্যাপের সভাপতি সর্বজনাব, মোহাম্মদ আলী ফারুক এর নেতৃত্বে উক্ত আলোচনা সভায় অংশ গ্রহন করেন, কুমিল্লা জেলা ন্যাপের সেক্রেটারী এডভোকেট আঃ জলিলসহ কুমিল্লা জেলা ন্যাপের অন্যান্য নেতৃবৃন্দ ও কুমিল্লা জেলা ন্যাপের মহিলা নেতৃবৃন্দ। উক্ত আলোচনা সভায় শহীদ বুদ্ধিজীবী দিবসটির আলোচনা ছাড়াও মুক্তিযুদ্ধের সময় ন্যাশনাল আওয়ামী পর্টি (ন্যাপ) এর অগ্রনী ভূমিকা রাখার বিষয়টিও আলোচনায় উঠে আসে।

মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বকে সমর্থন জানিয়ে যে দলটির ভূমিকা ছিল অবিস্মরনীয়, সেটি হলো অধ্যাপক মোজাফ্ফর আহম্মদের ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)। মুক্তিযুদ্ধের সময় অধ্যাপক মোজাফ্ফর আহম্মদ পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে গড়ে তুলেন, ন্যাপ গেরিলা বাহিনী।  পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে এই ন্যাপ গেরিলাদের মধ্যে থেকে ২৫০০০ জন ন্যাপ গেরিলা ‍শহীদ হন। এছাড়াও মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের প্রতি সোভিয়েত  ইউনিয়ন এর সমর্থন আদায়ে অধ্যাপক মোজাফ্ফর আহম্মদ অগ্রনী ভূমিকা রাখেন।

 

Exit mobile version