শুভ জন্মদিন ;শচীন রমেশ টেন্ডুলকার

স্পোর্টস ডেস্কঃশুভ জন্মদিন, শচীন রমেশ টেন্ডুলকার।আজ এই কিংবদন্তি ব্যাটসম্যানের ৪৯তম জন্মদিন।

শচীন টেন্ডুলকার! একটা নাম, একটা বিস্ময়, কাঁধে পুরো ভারতের ১২০+কোটি মানুষের প্রত্যাশা বয়ে চলা এক আভিজাত্য! শচীন মানে গ্যালারি কম্পিত করে ‘…শাচীইইইন..শাচীন..শাচীইইইন…’ মাতম।

শচীনের অর্জনের ভাণ্ডার বিশাল! শচীনকে নিয়ে লিখে শেষ করা অসম্ভব! তবুও জন্মদিন উপলক্ষে এই কিংবদন্তী ক্রিকেটারের কিছু রেকর্ডস এক করার বৃথা চেষ্টা করলাম!

সর্বোচ্চ ওয়ানডে ম্যাচ খেলা ৪৬৩ টি, সর্বোচ্চ রান ১৮৪২৬, সবচেয়ে বেশি ম্যাচ সেরা ৬২ বার, সবচেয়ে বেশি সিরিজ সেরা ১৫ বার! সবচেয়ে লম্বা ওয়ানডে ক্যারিয়ার ২২ বছর ৯১ দিন। টানা ওয়ানডে ম্যাচ ১৮৫ টি! ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরি ৪৯ টি। ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি ৫০+ ইনিংস খেলার রেকর্ডও; ৪৯ শতকের সাথে ৯৬ অর্ধশতক!

বিশ্বকাপের সর্বোচ্চ রান প্রায় ৫৭ গড়ে ২২৭৮। বিশ্বকাপে সর্বোচ্চ সেঞ্চুরি ৬ টি। বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ সেরা, ২০০৩ বিশ্বকাপে হয়েছিল টুর্নামেন্ট সেরা। যেকোনো এক বিশ্বকাপে সর্বোচ্চ রান; ২০০৩ বিশ্বকাপে ৬৭৩।

ওয়ানডে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ রানের মালিকও। ৩৪ ম্যাচে ৬৫ গড়ে ১৮৯৪ রান নিয়েছিল ১৯৯৮ সালে। আবার এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরিও; ১৯৯৮ সালে ৯ টি। এক পঞ্জিকাবর্ষে ১০০০ রান করেছিল ৭ বার। সবচেয়ে বেশি নার্ভাস নাইটিজ ১৮ বার, ৯৯ রানে আউট ৩ বার!

ওয়ানডে ক্রিকেটে প্রথম এবং একমাত্র ব্যাটসম্যান হিসেবে ১৪, ১৫, ১৬, ১৭ এবং ১৮ হাজার রানের মাইলফলক স্পর্শ।

ওয়ানডে ক্রিকেটে যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি। দ্বিতীয়, তৃতীয় উইকেটে সর্বোচ্চ রানের জুটি। ওপেনিং জুটিতে সবচেয়ে বেশি রান, সবচেয়ে বেশি সেঞ্চুরি জুটি, জুটি বেঁধে সর্বোচ্চ রান সব রেকর্ডস শচীনের।

যেকোনো দলের বিপক্ষে ৩০০০ এর অধিক রান, অস্ট্রেলিয়ার বিপক্ষে। যেকোনো দুই প্রতিপক্ষের বিরুদ্ধে ৩০০০ এর অধিক রান। আফ্রিকার বিপক্ষে ২০০০ আর পাকিস্তানের বিপক্ষে ২৫০০ এর অধিক রান! ওয়ানডে যেকোন এক প্রতিপক্ষের বিপক্ষে সর্বোচ্চ সেঞ্চুরি; ৯ টি অজিদের বিপক্ষে। দুই দেশের বিপক্ষে ৮ টার বেশি সেঞ্চুরি করা একমাত্র ব্যাটসম্যান; লংকানদের বিপক্ষে সেঞ্চুরি ৮ টি।

প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে ইনিংসে ২০০ রান করার কীর্তি। ওয়ানডে সবচেয়ে বেশি চার ২০১৬ টি। একমাত্র ক্রিকেটার যার ১৫০০০+ রান, ১০০+ উইকেট এবং ১০০+ ক্যাচ নেওয়ার অনন্য রেকর্ড রয়েছে!

এবার টেস্ট ক্রিকেটে আসা যাক!

সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ ২০০, সর্বোচ্চ টেস্ট রান ১৫৯২১,সর্বোচ্চ টেস্ট শতক ৫১ টি, সর্বোচ্চ অর্ধশতক ৬৮ টি। টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ চার ২০৫৮ টি। সবচেয়ে বেশি সেঞ্চুরি জুটি, ২০ টি।

বয়স ২০ হবার আগে ৫ সেঞ্চুরি! ৫ পঞ্জিকাবর্ষে হাজারের উপর রান (লারা, পন্টিং আর হেইডেনও করেছে) করার রেকর্ড! সবচেয়ে দ্রুততম আট হাজার, ১২ হাজার ও ১৩ হাজার রান পূর্ণ করার রেকর্ড!

টেস্টে সবচেয়ে বেশি নার্ভাস নাইটিজ ১০ বার (রাহুল দ্রাবিড় আর স্টিভ ওয়াহেরও ১০ বার!) বিদেশের মাটিতে সর্বোচ্চ টেস্ট রান ৮৭০৫। ভারতীয় অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ২১৭ রানের ইনিংস। সব টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে সেঞ্চুরি; এ কীর্তি রয়েছে আরো ৮ জনের।

ব্যাক্তিগত জীবনে ১ ছেলে অর্জুন টেন্ডুলকার,১ মেয়ে সারা টেন্ডুলকার এবং স্ত্রী ডাঃ অন্জলী টেন্ডুলকারকে নিজ সংসার।ছেলে অর্জুন টেন্ডুলকার এখন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে এবছরই অভিষেক এর অপেক্ষায়।

এই ব্যাটিং কিংবদন্তীর জন্মদিনে বাংলা নিউজ পত্রিকার পক্ষ থেকে শুভেচ্ছা।

পরিশেষে একটি কথা…

শচীন মানে ২০১১ বিশ্বকাপে বিরাট কোহলির বলা ‘Sachin Tendulkar has carried the burden of the nation for 21 years. It was time we carried him.’ বাক্যটা।

 

Leave a Reply