সবচেয়ে ছোট ১ টেরার ফ্ল্যাশ ড্রাইভ

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের সিইএস মেলায় ল্যাপটপ, টিভিসহ বিভিন্ন প্রযুক্তিপণ্যে কার কত স্টোরেজ বা তথ্য ধারণসক্ষমতা আছে, সে প্রতিযোগিতা শুরু হয়। এ বছর প্রযুক্তিপণ্য নির্মাতা সানডিস্ক বিশ্বের সবচেয়ে ছোট এক টেরাবাইট ইউএসবি-সি ফ্ল্যাশ ড্রাইভের প্রোটোটাইপ দেখিয়েছে।

অবশ্য এটিই সর্বোচ্চ তথ্য ধারণক্ষমতার ফ্ল্যাশ ড্রাইভ নয়। গত বছরে ২ টেরাবাইটের কিংসটন ডাটাট্রাভেলার আলটিমেট জিটি সর্বোচ্চ তথ্য ধারণক্ষমতার ফ্ল্যাশ ড্রাইভ। তবে, সানডিস্ক কিংসটনের ওই ফ্ল্যাশ ড্রাইভের চেয়ে তাদের ফ্ল্যাশ ড্রাইভের আকার ছোট করেছে। এ ছাড়া এটি পুরোপুরি ইউএসবি-সি সমর্থন করে। অর্থাৎ ফ্ল্যাশ ড্রাইভটি কম্পিউটারের পাশাপাশি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন সমর্থন করবে।

এখন পর্যন্ত শুধু প্রোটোটাইপ প্রদর্শন করেছে সানডিস্ক। তাই দাম ও বাজারে আসার তারিখ সম্পর্কে কিছু জানায়নি। তবে বর্তমানে এক টেরাবাইট ইউএসবি-সি এসএসডির দাম ৩৫০ মার্কিন ডলারের মতো। তথ্যসূত্র : দ্য ভার্জ।

Leave a Reply