স্বর্ণ ডাকাতির ঘটনায় গ্রেফতার লালবাগ থানার পুলিশ

বাংলা নিউজ ডেস্কঃ ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা থেকে ৯৬ ভরি স্বর্ণ ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজধানীর লালবাগ থানার কনস্টেবল মুন্সি কামরুজ্জামানকে গ্রেফতার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, গত ৯ আগস্ট মানিকগঞ্জের সিংগাইরের এক ব্যবসায়ী ৯৬ ভরি স্বর্ণ নিয়ে কেরানীগঞ্জের জিনজিরা হয়ে রাজধানীর তাঁতীবাজার যাচ্ছিলেন। জিনজিরা এলাকায় পৌঁছলে ওই ব্যবসায়ীকে পুলিশ পরিচয়ে আটক করে কনস্টেবল কামরুজ্জামানসহ কয়েকজন। পরে তাকে অন্যত্র নিয়ে স্বর্ণ লুটে নেয় তারা। এ ঘটনায় মামলা হলে তদন্ত করতে গিয়ে পুলিশ কনস্টেবল কামরুজ্জামানের সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি মামুনুর রশীদ জানান, কনস্টেবল কামরুজ্জামানকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখন এ বিষয়ে বিস্তারিত বলতে পারছি না। রোববার সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

Leave a Reply