Site icon Doinik Bangla News

৩০ মাস গ্যাস বিল বকেয়া থাকায় গয়েশ্বর চন্দ্রের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

বাংলা নিউজ ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়ির গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ সংযোগ। ৩০ মাসের বিল বাকি থাকায় আজ সোমবার দুপুরে তিতাস গ্যাসের ধানমন্ডি জোন অফিস গয়েশ্বরের শেরেবাংলা রোডের বাসায় অভিযান চালিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে। তিতাস গ্যাস কর্তৃপক্ষের দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তিতাস গ্যাস কর্তৃপক্ষের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের বাসায় সাতটি ডবল বার্নারের জন্য বকেয়া বিল ছিল ১ লাখ ৭০ হাজার ৩৬৮ টাকা। তিনি সর্বশেষ বিল জমা দিয়েছেন ২০২০ সালের জানুয়ারি মাসে। চলতি বছরের জুলাই পর্যন্ত দীর্ঘ ৩০ মাস কোনো বিল পরিশোধ না করলেও নিয়মিত চুলাগুলো ব্যবহার করছিলেন।

গ্যাস–সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়ে জানতে গয়েশ্বর চন্দ্র রায়ের হোয়াটস অ্যাপ নম্বরে একাধিকবার কল করেও তাঁকে পাওয়া যায়নি।

Exit mobile version