কুমিল্লা আদর্শ সদর অজিত গুহ মহাবিদ্যালয়ের হিতৈষী সদস্য নির্বাচিত হলেন বিএনপি নেতা মো. মাহবুবুর রহমান
কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা ভাষা সৈনিক অজিত গুহ কলেজের সাবেক ভিপি জনাব মো. মাহবুবুর রহমান (দুলাল) ভাই।
তিনি সদ্য কুমিল্লা আদর্শ সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান “ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয় পরিচালনা পর্ষদ”-এর হিতৈষী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
তার এই মনোনয়ন শিক্ষা ও সমাজ উন্নয়নে তার প্রতিশ্রুতি ও অবদানেরই স্বীকৃতি। রাজনৈতিক অঙ্গনে যেমন তিনি সুপরিচিত, তেমনি শিক্ষা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও তার সক্রিয় অংশগ্রহণ প্রশংসনীয়।
স্থানীয় জনগণ আশা প্রকাশ করছেন, তার অভিজ্ঞতা ও দিকনির্দেশনায় কলেজের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2025 Doinik Bangla News. All rights reserved.