সংবাদ বিজ্ঞপ্তি ঃ আমি মোঃ সুমন খন্দকার কুমিল্লার জগন্নাথপুর ইউনিয়নের বিবির বাজার বন্দর রোডের সীমান্ত বিলাস এন্ড ইন আয়া কনফেকশনারি এর স্বত্বাধিকারী। গত ১ অক্টোবর ২০২৫ তারিখে অনলাইন সংবাদমাধ্যম বার্তা ২৪ ডট কম এর অনলাইনে "কুমিল্লায় কফি শপের আড্ডার আড়ালে রমরমা মাদক ব্যবসা" এই শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয় যেখানে আমার অনুমতি ছাড়া আমার দোকানের একটি ভিডিও ফুটেজ সাইনবোর্ড সহ ব্যবহার করা হয়। নিউজটি সম্পূর্ণ ভিত্তিহীন। আমার দোকানে কোন ধরনের মাদক বিক্রি হয় না। আমি এই প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাচ্ছি।
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2025 Doinik Bangla News. All rights reserved.