
কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
কুমিল্লা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর মনোনয়ন বৈধতা চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে করা আপিল নামঞ্জুর করে মনোনয়ন বৈধতা বহাল রেখেছে কমিশন।
বুধবার (১৪ জানুয়ারি) নির্বাচন কমিশনে দীর্ঘ শুনানির পর মনোনয়ন বৈধতা বহাল মর্মে ঘোষণা করা হয়।
কমিশন সূত্র জানায়, কুমিল্লা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর মনোনয়ন বৈধতা চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে আপিল করে মনোনয়ন বঞ্চিত সতন্ত্র প্রার্থী হাজী আমিনুর রশিদ ইয়াছিন। এ আপিলের প্রেক্ষিতে বুধবার বিকেলে শুনানির দিন ধার্য করা হয়।
আপিলে ৩ টি বিষয় উল্লেখ করে মনোনয়ন বৈধতা চ্যালেঞ্জ করে আপিলকারীর আইনজীবী। অভিযোগের বিষয়গুলো হলো পূর্বাচল ফুয়েলস লিমিটেডের চেয়ারম্যান হিসেবে মনিরুল হক চৌধুরী ঋণ নিয়ে তা হলফনামায় উল্লেখ করা হয়নি, মনির টাওয়ার নামক সম্পত্তির তথ্য গোপন ও নির্ভরশীল প্রতিনিধির বিষয়ে তথ্য না দেয়া।
এ বিষয়ে মনিরুল হক চৌধুরীর আইনজীবী ব্যারিষ্টার রুহুল কুদ্দুস কাজল ব্যাখ্যা দেন। তিনি কমিশনকে জানান, পূর্বাচল ফুয়েলল লিমিটেডের চেয়ারম্যান মনিরুল হক চৌধুরী নন, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তাঁর স্ত্রী বেগম আজিজুন্নেসা। এ মর্মে ব্যাংক কর্তৃক প্রদত্ত ডকুমেন্ট সরবরাহ করা হয়। মনির টাওয়ারের মালিকানা বিষয়ে জানান, এ সম্পত্তি তিনি পূর্বেই তাঁর সন্তানদের নামে লিখে দিয়েছেন। নির্ভরশীলদের তথ্য দেয়া বাধ্যতামূলক নয় বরং ঐচ্ছিক সেজন্য গৃহীত হবে না।
দুপক্ষের দীর্ঘ শুনানির পর প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন আপিল নামঞ্জুর করে মনোনয়ন বৈধতা ঘোষণা করেন।
আপিল শুনানী শেষে মনিরুল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, আল্লার নিকট শুকরিয়া জানাই। এ ধরেন আজগুবী এবং গায়েবি অভিযোগ নির্বাচন কমিশন নাকচ করে দিয়ে আমার মনোনয়ন বৈধতা বহাল রেখেছে সেজন্য কমিশনকে ধন্যবাদ জানাই। কুমিল্লা ৬ আসনের জনগণের প্রতি কৃতজ্ঞতা যারা আমার মনোনয়ন নিয়ে কনসার্ন ছিলেন। আশা করছি ১২ ফেব্রুয়ারী ব্যালট বিপ্লবের মাধ্যমে কুমিল্লার জণগণ এসব ষড়যন্ত্রের সমুচিত জবাব দিবে ইনশাআল্লাহ।
মনিরুল হক চৌধুরীর আইনজীবী ব্যারিষ্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, সকল ডকুমেন্টস দীর্ঘ শুনানি শেষে নির্বাচন কমিশন জনাব মনিরুল হক চৌধুরীর মনোনয়ন বৈধতা বহাল রেখেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2026 Doinik Bangla News. All rights reserved.