আমরা কুমিল্লার তরুণ প্রজন্ম বুড়িচং উপজেলায় ২৩ সদস্য আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
আমরা কুমিল্লার তরুণ প্রজন্ম একটি,শিক্ষা, সামাজিক ও মানবিক সংগঠনের বুড়িচং আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ উল্লাহ এবং সদস্য সচিব হিসেবে আছেন মাকসুদুল হাসান সিদ্দিকী আমরা কুমিল্লার তরুন প্রজন্মের নামের এই সংগঠনটি কুমিল্লা বুড়িচং উপজেলায় শিক্ষা, সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করবে। আমরা কুমিল্লার তরুণ প্রজন্মের এর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা শীঘ্র একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।
সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ উল্লাহ বলেন, "আমরা বুড়িচং উপজেলায় আর্তমানবতার সেবায় কাজ করতে চাই। আমাদের মূল লক্ষ্য হচ্ছে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করা।"
সদস্য সচিব মাকসুদুল হাসান বলেন, "কমিটি গঠনের পর আমরা শীঘ্রই একটি কর্মপরিকল্পনা তৈরি করব এবং বুড়িচং বসবাসরত সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ শুরু করব।"
কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
যুগ্ন আহ্বায়ক সৈয়দ সাকিবুর রহমান
যুগ্ন আহ্বায়ক কাজী মো দ্বীন ইসলাম
যুগ্ন আহবায়ক আবদুল আউয়াল রবিন
যুগ্ন আহবায়ক মো সিয়াম
সদস্য নিহাদ খাঁন
সদস্য মো: মাহীনুল ইসলাম তানবীর
সদস্য আলাউদ্দিন
সদস্য আহম্মদ উল্লাহ
সদস্য মো সাজিদ নেহাল
সদস্য মো রাব্বি হোসেন
সদস্য মো আকরাম হোসেন
সদস্য মো রাফাত
সদস্য ফজলে রাব্বি খাঁন
সদস্য মো সাহিদুল ইসলাম
সদস্য তন্ময় ইসলাম রাফি
সদস্য মো সিফাত
সদস্য মো সামিউল আসরার
সদস্য মো জোনায়েত বোগদাদী
সদস্য সামিউল বাসির গাজী
সদস্য মো জাকারিয়া
সংগঠনটির কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহীরা [সংগঠনের জেলা আহবায়ক পিয়ারে মাহবুব, সদস্য সচিব সাজ্জাদ খান সাথে যোগাযোগ করতে পারেন।
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2025 Doinik Bangla News. All rights reserved.