তৌহিদ খন্দকার তপু।। কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মোস্তফাপুর এলাকায় আমিনুল ইসলাম নামের এক যুবককে গলা কেটে হত্যার ঘটনায় জড়িত সজিবকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-১১ শাকতলা ক্যাম্পে আয়োজিত প্রেসব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম।
তিনি জানান, গত ১১ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মোস্তফাপুর এলাকায় বালুর নিচ থেকে আমিনুল ইসলামের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আমিনুল ৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে বন্ধুদের সঙ্গে সিলেট ভ্রমণের কথা বলে বাড়ি থেকে বের হয়।
র্যাবের তথ্য-প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুমিল্লার চান্দিনা উপজেলার এতবারপুর এলাকা থেকে সজিবকে (২০) গ্রেফতার করা হয়। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি হাসুয়া, একটি রক্তমাখা লুঙ্গি ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। সজিব চান্দিনা উপজেলার বদরপুর গ্রামের সফিকুল ইসলামের ছেলে।
র্যাব জানায়, এ ঘটনায় জড়িত অপর আসামি সিরাজ (২৫) চাকরির প্রলোভন দেখিয়ে আমিনুলের কাছ থেকে প্রতারণার মাধ্যমে ১০ লাখ টাকা হাতিয়ে নেয়। পরে ১০ সেপ্টেম্বর রাতে সজিবসহ সহযোগীরা আমিনুলকে মোস্তফাপুরের একটি উঁচু জমিতে নিয়ে গলায় কুপিয়ে ও জবাই করে হত্যা করে। লাশ গুমের উদ্দেশ্যে বালুর নিচে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায় তারা।
গ্রেফতারকৃত সজিব প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে র্যাবকে জানায়। তাকে কুমিল্লার সদর দক্ষিণ থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2025 Doinik Bangla News. All rights reserved.