Site icon Doinik Bangla News

এডভোকেটদের রিটার্ন দিতে বলেছে বার কাউন্সিল

দৈনিক বাংলা নিউজ ডেস্কঃ সদস্য এডভোকেটদের বার্ষিক আয়কর রিটার্ন দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল। পেশাজীবী সংগঠনের সদস্যপদ লাভ ও নবায়নে রিটার্ন জমার প্রমাণপত্র লাগে। সে জন্য বার কাউন্সিলের পক্ষ থেকে সদস্যদের এই শর্ত পরিপালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

৭ ডিসেম্বর সংগঠনটির সচিব ওয়াহিদুজ্জামান শিকদার এ নোটিশ জারি করেছেন। এর আগে অবশ্য গত অক্টোবরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে পেশাজীবী সংগঠনের সদস্যদের রিটার্ন জমা বাধ্যতামূলক থাকার বিষয়টি অবহিত করা হয়। এর পাশাপাশি রিটার্ন জমার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়।

বর্তমানে ৪৩ ধরনের সরকারি–বেসরকারি সেবা গ্রহণ করার ক্ষেত্রে রিটার্ন জমা বাধ্যতামূলক। এর মধ্যে একটি হলো পেশাজীবী সংগঠনের সদস্যপদ গ্রহণ ও নবায়ন—পেশাজীবীদের মধ্যে আছেন চিকিৎসক, প্রকৌশলী, স্থপতি, আইনজীবী ইত্যাদি।
এবার আয়কর রিটার্ন জমার মেয়াদ দুই মাস বাড়ানো হয়েছে। আগামী ৩১ জানুয়ারি ব্যক্তিশ্রেণির রিটার্ন জমার শেষ দিন। এই সময়ের মধ্যে রিটার্ন জমা না দিলে করের পরিমাণ বাড়বে, আবার জরিমানাও দিতে হবে।

Exit mobile version