কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভিপি মো: মাহবুবুর রহমান (দুলাল) কুমিল্লার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান "ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের হিতৈষী সদস্য নির্বাচিত হওয়ায় ফুল দিয়ে শুভেচ্ছা জানান মহানগর বিএনপি ৫নং ওয়ার্ড সভাপতি ইমতিয়াজ সরকার নিপু, সিনিয়র সহ সভাপতি কিশোর দেবনাথ, সহ সভাপতি মোঃ আলম, সহ সাধারণ সম্পাদক এনাম চৌধুরী। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন মোঃ জাহাঙ্গীর হোসেন, মো মিজানুর রহমান, মোঃ খোকন, শীবু সাহা, খগেস, রঞ্জিত কর্মকার, মোঃ সুমন, মোঃ মনির, সুবাস চক্রবর্তী, লিটন দেবনাথ, দয়াল দেবনাথ, উত্তম বনীক, বিজয় কর্মকার, মোঃ ইমরান, মোঃ রাজু, মোঃ দুলালসহ ছাতিপট্টি এলাকার ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2025 Doinik Bangla News. All rights reserved.