লাকসাম উপজেলা (কুমিল্লা)প্রতিনিধি
কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব এর লাকসাম উপজেলায় ২১ সদস্য কমিটি গঠন করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টার সময় সংগঠনটির সভাপতি জনাব মোঃ সেলিম মীরের লাকসাম ফেয়ার হেলথ(শান্তা) হাসপাতাল অফিসে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক জনাব কাজী মাসউদ আলম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম ফেয়ার হেলথ (শান্তা) হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সেলিম মীর সাহেব। লাকসাম উপজেলা ক্যাবের নবগঠিত কমিটি
(১)সভাপতিঃ মোঃ সেলিম মীর,(২) সিনিঃ সহ সভাপতি মোঃ কামাল উদ্দিন, (৩) সহ সভাপতিঃ মোঃ আব্দুল মান্নান, (৪) সাধারণ সম্পাদকঃ শহিদুল ইসলাম শাহীন (৫)যুগ্ম সাধারণ সম্পাদকঃ মোঃ শরাফত হোসাইন,(৬) সাংগঠনিক সম্পাদকঃ আওরঙ্গজেব খান রোবেল,(৭) সহ সাংগঠনিক সম্পাদকঃ মোঃ আবুল কালাম (৮) আইন বিষয়ক সম্পাদকঃ মোঃ সোহরাব হোসেন,( ৯) কোষাধ্যক্ষঃ শাহ ইমরান নোমান, (১০) দপ্তর সম্পাদকঃ মাহিন আব্দুল্লাহ, (১১) সহ দপ্তর সম্পাদকঃ নাজমুন নাহার নুপুর, (১২) প্রচার সম্পাদকঃ মোঃ রবিউল হোসেন সবুজ,(১৩) স্বাস্থ্য বিষয়ক সম্পাদকঃ মারিয়া নুরজাহানারা ভূঁইয়া, (১৪) শিক্ষা বিষয়ক সম্পাদকঃ মোঃ মাহবুবুর রহমান খুসরু, (১৫) নির্বাহী সদস্যঃ রনজিত চন্দ্র দাস, (১৬)নির্বাহী সদস্যঃ নুরুদ্দিন জালাল আজাদ, (১৭)নির্বাহী সদস্যঃ মোঃ কামাল হোসেন হেলাল, (১৮)নির্বাহী সদস্যঃ পান্না আক্তার, (১৯)নির্বাহী সদস্যঃ নাজমুন সুলতানা ববি,(২০) নির্বাহী সদস্যঃ মোছাৎ ফাতেমা আক্তার আঁখি, (২১) নির্বাহী সদস্যঃ শাহ এমরান। কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব) এর কার্যক্রম মুলত
ভোক্তা অধিকার রক্ষা, ভোক্তাদের অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন করা।
শোষণ থেকে সুরক্ষা,অসাধু ব্যবসায়ীদের শোষণ থেকে ভোক্তাদের রক্ষা করা এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করা। গুরুতর অনিয়মের ক্ষেত্রে ভোক্তাদের পক্ষ থেকে আদালতে অভিযোগ দায়ের করা। দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে কার্যক্রমকে শক্তিশালী করা।
সিন্ডিকেট বিরোধী কার্যক্রম শুরু করে সিন্ডিকেট ও অন্যায্য মূল্য বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ ও ব্যবস্থা নেওয়ার জন্য কাজ করা।
ক্যাবের সদস্যরা মুলতো বাজার মনিটরিং রিপোর্ট তৈরী করে নিকটস্থ ভোক্তা অধিকার প্রশাসনের সাথে কাজ করবে, এবং প্রশাসনের সাথে ভেজাল বিরোধী অভিযান অংশ নিবে। নিরাপদ খাদ্য আমাদের অধিকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, অধিকার সম্পর্কে সচেতন করা, এবং তাদের সমস্যা সমাধানে কাজ করা। এটি জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার সাথে যোগাযোগ রক্ষা করে, জেলা ও থানায় ইউনিট গঠন করে, এবং ভোক্তাদের অধিকার লঙ্ঘিত হলে আদালতে মামলাও করে।
প্রধান কার্যক্রমগুলো:
সচেতনতা বৃদ্ধি: সাধারণ জনগণকে ভোক্তা অধিকার এবং তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন করা।ভোক্তাদের কোনো সমস্যা সমাধানে না হলে ক্যাব আদালতে যায়।
জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গে ভোক্তা-স্বার্থ সংক্রান্ত তথ্য বিনিময় করা। দেশের সকল জেলা ও থানায় ক্যাবের ইউনিট এবং ভোক্তাস্বার্থ সংরক্ষণ গ্রুপ গঠন করা।শিক্ষা, স্বাস্থ্য, এবং অন্যান্য ক্ষেত্রে ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করা।
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2025 Doinik Bangla News. All rights reserved.