কুমিল্লায় কেন্দ্রীয় জুলাই স্মৃতিস্তম্ভ শহরের ভিতরে পুনরায় প্রতিস্থাপন করার জন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপি কুমিল্লা মহানগর জেলা শাখার আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আজ সন্ধায় কুমিল্লা পুলিশলাইন চত্বরে এই বিক্ষোভে উপস্থিত ছিলেন জেলা জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সৈয়দ আহসান টিটু, মাসুমুল বারী কাওসার, কাজী মো: জায়েদ, ইব্রাহিম খালেদ হাসান, নাছির উদ্দীন, মো রাসেল ভূইয়া,ফারহা ইমপা, জাফরিন হক অন্যনা,মারজিয়া আক্তার,ইমরাত জাহান এনি, আব্দুস ছামাদ, জাতীয় যুব শক্তি কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান নাহিদ, নাইম আলম,শ্রমিক উইং যুগ্ম সমন্বয় আমির হোসেন, আদর্শ সদর উপজেলা এনসিপি প্রধান সমন্বয়ক কামরুজ্জামান, যুগ্ম সমন্বয়ক মাহী চৌধুরী, জামাল,লাকসাম উপজেলা প্রধান সমন্বয়ক আল মাহমদু রাব্বি,ও মনোহরগঞ্জ উপজেলা প্রধান সমন্বয়ক মোস্তাফিজুর রহমান মাসুদ, দেবিদ্বার উপজেলা প্রধান সমন্বয়ক সাকিব আহম্মেদ,আহবায়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাইম সিনিয়র যুগ্ম আহবায়ক,নাছির আহমমেদ সিনিয়র যুগ্ম আহবায়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন উপজেলা ও মহানগর এর ছাএজনতা।
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2025 Doinik Bangla News. All rights reserved.