তৌহিদ খন্দকার তপু।। "প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়" এই প্রতিপাদ্যে নানা কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার (২৫ জুন) সকালে জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার।
অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শামীম কুদ্দুস ভূঁইয়া, সিভিল সার্জন আলিনুর মোহাম্মদ বশির আহমেদ,পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মোসাব্বের হোসেন মোহাম্মদ রাজিব,সাংবাদিক আবুল হাসনাত বাবুলসহ অনেকে।
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2025 Doinik Bangla News. All rights reserved.