প্রেস বিজ্ঞপ্তি।। শনিবার (২৯ মার্চ) দুপুরে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে পাঁচথুবী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ তানভীর আহমেদ রাহুল এবং তার পরিবারকে জড়িয়ে ষড়যন্ত্র, অপপ্রচার ও হয়রানির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পাঁচথুবী ইউনয়েনর সর্বস্তরের জনগনের আয়োজনে উক্ত মানববন্ধনে শতশত নারী পুরুষ অংশগ্রহ করেন। কুমিল্লা প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন থেকে বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ জানান তারা। বিক্ষোভ শেষে বক্তাগন বলেন পাঁচথুবী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ তানভীর আহমেদ রাহুল অত্যান্ত সততার সাথে দায়িত্ব পালন করে আসছে। তার আমলে আমরা সাধারণ জনগন ভালো আছি। তাকে ও তার পরিবারকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার করে আসছে। আমরা তার তীব্র প্রতিবাদ জানাই।
উল্লেখ্য, গত ২৬ তারিখ চাঁদাবাজির অভিযোগে রাহুলের বাড়ি থেকে তার দুই সহযোগীকে আটক করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2026 Doinik Bangla News. All rights reserved.