প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৫, ৫:১২ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৩, ২০২৫, ৩:৫২ অপরাহ্ণ
কুমিল্লায় মাদক বিরোধী অভিযানে ৩৭ কেজি গাঁজা ও ৪৩ বোতল ফেন্সিডিল’ সহ আটক ৪

ক্রাইম রিপোর্টঃ কুমিল্লা জেলার লালমাই থানাধীন এক বিশেষ অভিযানে ৩৭ কেজি গাঁজা ও ৪৩ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ৪ জন মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাব।
বুধবার (১২ মার্চ) কুমিল্লার র্যাব-১১, সিপিসি-২ একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার লালমাই থানাধীন বাগমারা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১। আমির হোসেন (৪৫), ২। মোছাঃ শাহিনুর (২৫) এবং ৩। শাহজাহান (৪৪) নামক ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীদের হেফাজত হতে ১২ কেজি গাঁজা ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত ০১ টিসিএনজি উদ্ধার করা হয়।
পৃথক অন্য একটি অভিযানে অদ্য ১৩ মার্চ ২০২৫ ইং তারিখ রাতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন রাজমঙ্গলপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আবাদ মিয়া (৬৫) নামক ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীর হেফাজত হতে ২৫ কেজি গাঁজা ও ৪৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী ১। আমির হোসেন (৪৫) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার ঢুলিপাড়া গ্রামের আব্দুল মতিন এর ছেলে, ২। মোছাঃ শাহিনুর (২৫) একই থানার জুলফু আলী এর মেয়ে, ৩। শাহজাহান (৪৪) একই জেলার বরুড়া থানার ডেওয়াতলী গ্রামের হারুন অর রশিদ এর ছেলে এবং ৪। আবাদ মিয়া (৬৫) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার রাজমঙ্গলপুর গ্রামের মৃত হিরু মিয়া এর ছেলে। গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে আরো জানায় যে, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা, ফেন্সিডিল সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।
মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে র্যাব-১১ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এবং বিভিন্ন সময়ে কুমিল্লার বিভিন্ন এলাকায় বিপুল পরিমাণ মাদক উদ্ধার সহ মাদক ব্যবসার সাথে জড়িতদেরকে আইনের আওতায় নিয়ে আসছে। মাদকের বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকিবে বলে জানান।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানায় কোম্পানি অধিনায়ক, র্যাব-১১, সিপিসি-২।
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2025 Doinik Bangla News. All rights reserved.