Site icon Doinik Bangla News

কুমিল্লায় মাদক বিরোধী যৌথ অভিযানে ০২টি বিদেশী আগ্নেয়াস্ত্র, ০১টি বিদেশী ছুরি ও ০১টি ম্যাগাজিন উদ্ধার

ক্রাইম রিপোর্টঃ কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন এক বিশেষ অভিযানে ০২টি বিদেশী আগ্নেয়াস্ত্র, ০১টি বিদেশী ছুরি ও ০১টি ম্যাগাজিন উদ্ধার করেছে র‌্যাব।
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে সেনাবাহিনী ও র‌্যাব-১১ এর বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আড়াইওড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ ওমর ফারুক মুন্না (২৩) এর ঘর তল্লাশী করে ০১ টি বিদেশী শটগান, ০১ টি বিদেশী রাইফেল, ০১ টি ম্যাগাজিন এবং ০১ টি বিদেশী ছুরি উদ্ধার করা হয়।
পলাতক আসামী মোঃ ওমর ফারুক মুন্না (২৩) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার আড়াইওড়া গ্রামের মৃত রুক মিয়া এর ছেলে। এছাড়াও সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লার বিভিন্ন স্থানে অবৈধভাবে অস্ত্র প্রদর্শন করে চুরি, ছিনতাইয়ের মতো সন্ত্রাসী কার্যক্রম সহ বিভিন্ন ধর্তব্য অপরাধ সংগঠিত করে আসছিল বলে জানা যায়
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে সংবাদ মাধ্যমকে জানায় কোম্পানি অধিনায়ক, র‌্যাব-১১, সিপিসি-২।

Exit mobile version